০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

প্রেম খড়্গে প্রাণে বধে, প্রাণনাথ রইলে কোথা?

  • মুক্তিধারা
  • Update Time : ১১:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ১৬০ Time View

প্রেম খড়্গে প্রাণে বধে,
প্রাণনাথ রইলে কোথা?
তুমি বিনে এই ভুবনে,
জনম জীবন সবই বৃথা।
রক্ত অশ্রু বহে নয়নে,
হিয়া দহে বিচ্ছেদাগুনে,
প্রিয়া প্রিয়া রবে সদা,
ঘুরছি ফিরছি যথাতথা!
বসন ভূষণ সবই গেল,
স্বাদের যৌবন গত হল,
সাধন ভজন না হইল,
বাড়িল কেবল বিরহব্যথা!
প্রাণপ্রিয়া মাওলানা ধন,
হৃদে এবে করে আসন,
ধন্য কর রাহীর জীবন,
প্রাণে প্রাণে কইব কথা।

✍️ গীতিকার: রুদিত রাহী

 

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রেম খড়্গে প্রাণে বধে, প্রাণনাথ রইলে কোথা?

Update Time : ১১:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

প্রেম খড়্গে প্রাণে বধে,
প্রাণনাথ রইলে কোথা?
তুমি বিনে এই ভুবনে,
জনম জীবন সবই বৃথা।
রক্ত অশ্রু বহে নয়নে,
হিয়া দহে বিচ্ছেদাগুনে,
প্রিয়া প্রিয়া রবে সদা,
ঘুরছি ফিরছি যথাতথা!
বসন ভূষণ সবই গেল,
স্বাদের যৌবন গত হল,
সাধন ভজন না হইল,
বাড়িল কেবল বিরহব্যথা!
প্রাণপ্রিয়া মাওলানা ধন,
হৃদে এবে করে আসন,
ধন্য কর রাহীর জীবন,
প্রাণে প্রাণে কইব কথা।

✍️ গীতিকার: রুদিত রাহী