দেখ একি চমৎকার, দেখ একি চমৎকার।

 

 

দেখ একি চমৎকার, দেখ একি চমৎকার।
প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার ।।

অন্তাঙ্গিত আয়ু বেলা, খেলতে চল প্রেমখেলা ।
রস-খেলা খেলতে তোরা, কে কে যাবি আয় ।।

হালকার ময়দান যেই কারবালার মাঠ সেই ।
পাল্লায় মিজান সেই, সব একাকার।।

দুশমনের হাতে মোরা, কখনও না দেব ধরা।
গাউসের পায় সপে দেব, প্রাণ আপনার ।।

মুনকার-নকীর যবে, মান রাব্বুকা জিজ্ঞাসিবে।
শিরে বসি শিখাইবে, উত্তর আমার।।

গাউসেধনের প্রেমবলে, লেওয়া-ই-আহমদীর তলে।
হাশরেতে হালকা বন্দী, নাচিব অপার।।

রঙ্গরসে মত্ত মন, সঙ্গে প্রিয়া গাউসধন।
কামিনী ছটকে হব, পুলছেরাত পার।।

হয়ে গেলে স্বর্গবাসী, গাউসের চরণে বসি।
প্রেমেরি জয়ধ্বনি দেব, আনন্দ বাহার।।

করিমের মোনাজাত, কবুল কর প্রাণনাথ।
তব প্রেমানলে দহি, হইলাম ছারখার।।

✍️ গীতিকার: রুমীয়ে বাংলা আল্লামা বজলুল করিম মন্দাকিনী (রাদ্বি.)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *