মুহাম্মদ কাণ্ডারী মেরে সে আমায় পার করয়া।

মুহাম্মদ কাণ্ডারী মেরে সে আমায় পার করয়া।
ভাঙ্গা নৌকাখানী মেরে কিনারে মে লাগইয়া।।

সন্ধ্যাকালে দি হো ক্ষেপা, গম্ভিরে গর্জ্জয় দেবা।
বহিতেছে উল্টা হাওয়া, তরঙ্গিছে নদীয়া।।

কুম্ভীরে করয় খেলা, সাঁতার না জানি অবলা
ডুবে যায় আয়ু বেলা, ডরে মোর ফাটে হিয়া।।

টবকু টবকু করে তরী, না জানি কি ডুবি মরি।
ভয় কর কি মন ব্যাপারী, মুহাম্মদ রসিক নাইয়া।।

মকবূল ভয় কিরে মনে, ভয় নাহি ঘোর তুফানে।
পার করেগা নেগাবানে, মাওলার দিকে রহ চাইয়া।।

✍️ গীতিকার : বাহরুল উলূম আল্লামা মক্ববূল কাঞ্চনপুরী রাদ্বি.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *