দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও

দয়াল ভান্ডারী মোরে ত্বরাইয়া লইও,
চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও।

তোমার যত পাগল দলে, কবরে ফেরেশতা গেলে,
দয়া করে গোর সাওয়ালে সঙ্গে থাকিও।

হজ্ব রোজা কলমা আর নামাজ যাকাত সার,
এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও।

বরজকে নামাজ পড়ায়ে নজরানা যাকাত দিয়ে,
কদম কাবায় হজ্ব করায়ে হাজী সাজাইও।

দুনিয়ার লালসা হইতে রোজা রেখে ভাল মতে,
তোমার অমৃতময় তবরুকেতে ইফতার করাইও।

দমে দমে তোমার নাম রমেশ কহে কলমার কাম,
জান্নাত কি জাহান্নাম, তুমি করাইও,
দয়াল ভান্ডারী মোরে ত্বরাইয়া লইও।।

✍️ গীতিকার: শ্রীযুক্ত রমেশ শীল

 

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *