০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী (রাঃ) ইন্তিকালে আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের শোক

  • মুক্তিধারা
  • Update Time : ০৫:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ১১২ Time View

সৈয়্যদ আবু ত্বালিব ফরহাদাবাদী (র:)

গাউসে যমান মুহসিনে আ’যম আল্লামাহ সৈয়্যদ আমীনুল হক্ব ফরহাদাবাদী (রাদ্বি.)’র পৌত্র হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ আবূ ত্বালিব ফরহদাবাদী রহমতুল্লাহি আলায়হি গত রবিবার (২৬ ‍জুলাই) রাতে নগরীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন। আজ সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় মরহুমের জানাজা ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

তিনি ব্যক্তিগত জীবনে সদাহাস্য সদালাপি সজ্জন ছিলেন। দরবারীয়, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কাজের শত ব্যস্ততা বার্ধক্যেও তাঁকে ক্লান্ত করতে পারেনি।

‘ঘুমাও কর্মবীর শান্তির নিদ্রায়, বাসর শয্যায়;
প্রিয়তম একদা জাগাবে তোমায়-পরম মমতায়।’
তিনি প্রলয় অবধি বেঁচে থাকবেন আপন কর্মে, মানব মর্মে প্রাতঃস্মরণীয় হয়ে। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তাঁর প্রতি সশ্রদ্ধ সালাম।
তাঁর ইন্তিকালে আমরা গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা। আল্লাহ তাঁদের সবরে জমীল দান করুন। আল্লাহুম্মা আমীন বিহুরমতি সৈয়্যিদিল মুরসালীন সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়া আলিহী ওয়া আসহাবিহী ওয়া আহিব্বায়িহী ওয়া আহবাবিহী আজমাঈন।
#শোক_জ্ঞাপনে: হারুয়ালছড়ি দরবার শরীফ, আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ, প্রদীপ্ত তারুণ্য, জ্ঞানাঞ্জন, মুক্তিধারা পরিবার।

One thought on “সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী (রাঃ) ইন্তিকালে আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের শোক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী (রাঃ) ইন্তিকালে আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের শোক

Update Time : ০৫:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

গাউসে যমান মুহসিনে আ’যম আল্লামাহ সৈয়্যদ আমীনুল হক্ব ফরহাদাবাদী (রাদ্বি.)’র পৌত্র হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ আবূ ত্বালিব ফরহদাবাদী রহমতুল্লাহি আলায়হি গত রবিবার (২৬ ‍জুলাই) রাতে নগরীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন। আজ সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় মরহুমের জানাজা ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

তিনি ব্যক্তিগত জীবনে সদাহাস্য সদালাপি সজ্জন ছিলেন। দরবারীয়, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কাজের শত ব্যস্ততা বার্ধক্যেও তাঁকে ক্লান্ত করতে পারেনি।

‘ঘুমাও কর্মবীর শান্তির নিদ্রায়, বাসর শয্যায়;
প্রিয়তম একদা জাগাবে তোমায়-পরম মমতায়।’
তিনি প্রলয় অবধি বেঁচে থাকবেন আপন কর্মে, মানব মর্মে প্রাতঃস্মরণীয় হয়ে। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তাঁর প্রতি সশ্রদ্ধ সালাম।
তাঁর ইন্তিকালে আমরা গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা। আল্লাহ তাঁদের সবরে জমীল দান করুন। আল্লাহুম্মা আমীন বিহুরমতি সৈয়্যিদিল মুরসালীন সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়া আলিহী ওয়া আসহাবিহী ওয়া আহিব্বায়িহী ওয়া আহবাবিহী আজমাঈন।
#শোক_জ্ঞাপনে: হারুয়ালছড়ি দরবার শরীফ, আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ, প্রদীপ্ত তারুণ্য, জ্ঞানাঞ্জন, মুক্তিধারা পরিবার।