এল আশহুরে হুরূমের অন্যতম মাহে রজব
✍️ মুক্তিধারা ডেস্ক
এল আশহুরে হুরূমের অন্যতম মাহে রজব। এ মাস মাহবূব নবী ও মুহিব আল্লাহর মিলনের মহান স্মৃতি ধারণ করে আছে আপন বক্ষে। সৌর ও চান্দ্রবর্ষ পরিক্রমায় এবার গাউসুল আ’যম মাইজভাণ্ডারীর বিছাল শরীফের স্মৃতি ধন্য মহান মাঘ মাসও এল একাকার হয়ে। এ মাস সুলত্বানুল হিন্দ আ’ত্বায়ে রাসূল খাজা গরীবে নাওয়াযের প্রভু মিলনের স্মৃতি ধন্য। এ মাস আমাদের মহান মুর্শিদ হাদীয়ে যমানের আল্লাহর মিলন আলিঙ্গনের স্মৃতিবহ। আশহুরে হুরূমের একটি হওয়ার সাথে সাথে মি’রাজুন্নবীসহ আরো নানা কারণে এই মাস উম্মতে মুহাম্মদীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
কুটিল দুনিয়ার মোহ-মায়ায় আমাদের কলুষিত প্রাণ যখন মৃতপ্রায়, তখন প্রাণদায়ী বসন্তের দোলায় মনোতন হিল্লোলিত করে মাঘ মাসের সাথে আলিঙ্গিত হয়ে এল মাহে রজব।
মি’রাজ রজনীতে হাবীবুল্লাহ (আল্লাহর প্রেমাস্পদ) আর মুহিব (প্রেমিক) আল্লাহর মিলনের শুভক্ষণে আল্লাহ তা’আলা তাঁর হাবীবকে ‘আস্সালামু আলাইকা আয়্যুহান্নবীয়্যু’ বলে সম্ভাষণ জানান। প্রেমিক প্রেমাস্পদের সুমধুর মিলন ক্ষণে, যেখানে অন্যের কোন অবস্থানই নেই, সেখানেও প্রিয় নবী আমাদের ভুলেননি। প্রেমিক প্রদত্ত উপহারেও “আস্সালামু আলাইনা’ বা ‘সালাম আমাদের ওপর” বলে উম্মতকে শামিল করে নেন; সুবহানাল্লাহ। আমাদের বলে নবীয়ে পাক সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামার নিজের করে নেওয়ার আনন্দ অপরিসীম, কৃতজ্ঞতা প্রকাশ আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আপাদমস্তক ফরিয়াদ হয়ে বলি,
“ সকল দূরত্ব হোক দূর,
চরণে হাযেরী হোক মনযূর,
দেখিয়ে সেই আনন পুরনূর,
জানাইব সালাম হয়ে বিভোর’
‘ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবীব সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ আলাইকা”।
সুলত্বানুল হিন্দের বিছাল শরীফের এ মাসে তাঁর চরণে জানাই সশ্রদ্ধ সালাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামা কর্তৃক মুঈনুদ্দীন বা ধর্মের সাহায্যকারী খেতাবপ্রাপ্ত, উপমহাদেশের এ সফল মুবাল্লিগে ইসলামের ত্বরীক্বাহ’র আচরিত কিছু কর্মকাণ্ডকে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে হারাম-কুফর-শির্ক ইত্যাদি আখ্যায়িত করে যারা “মান ‘আদা লী অলিয়ান ফাক্বাদ আযান্তুহু বিল্ হারবি’ হাদীসে ক্বুদসী মর্মে আল্লাহর সাথে যুদ্ধে মেতেছে, তাদের ভাগ্যের ওপর মাতম ছাড়া কারো কিছু করার নেই; এই অনর্থক কাজে আমরা সময় নষ্ট করতে চাইনা।
সৌর ও চান্দ্রবর্ষ পরিক্রমায় এবার গাউসুল আ’যম মাইজভাণ্ডারীর উরসে পাক মহান ১০ মাঘ এবং মুর্শিদে করীমের উরসে পাক মহান ১১ রজব একই দিবসে একীভূত হয়ে এল। ইমামুত্ত্বরীক্বতের প্রতি শ্রদ্ধা- ভালোবাসা নিবেদনার্থে হাদীয়ে যমানের উরসে পাকের কর্মসূচি পূর্বদিন পালিত হবে। গাউসুল আ‘যম মাইজভাণ্ডারী ও হাদীয়ে যমানের চরণে তাহিয়্যাহ ও সালাম নিবদনান্তে কৃপাদৃষ্টি কামনা করছি।
“যাহিদোঁ কো জন্নাত হো মুবারক হাম্ কো কুহে জানাঁ চাহিয়ে,
এক নিগাহে করম হ্যায় বস্ আওর কুছ্ হামে নেহীঁ চাহিয়ে”।
আল্লাহ সকলের নেক মক্বসূদ পূরণ করুন, আমীন বিজাহি রাসূলি রাব্বিল আলামীন।