আমার মন ভোলাধন গাউছ রতন কোথায় গেলে পাই।
তাহারি বিরহানলে পুড়িয়া হলেম ছাই।
মাওলা আমার প্রাণ পাখী, হৃদয় পিঞ্জরে রাখি
অসময়ে দিল ফাঁকি, আমারে কাঁদাই।
তার প্রেমেতে মন উদাসি, মনে লয়না ঘরে আসি,
নয়ন জলে সদাই ভাসি, দিব কার দোহাই।
এত করি ডাকাডাকি, জবাব দাওনা কাছে থাকি
এ সব তোমার কি চালাকি, আশেকি কাঁদাই ।
নালিশ করি যার চরণে, সে যদি বধিল প্রাণে
রমেশ বলে এ ভুবনে, দুঃখীর বান্ধব নাই ।
♦️ রচনায়: শ্রীযুক্ত রমেশ শীল