হারুয়ালছড়ি দরবার শরীফে উরসে পাকে গাউসুল আ’যম মাইজভাণ্ডারী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু

মাহবূবুল্লাহিল‌ মু‘আযযম, ফরদুল্লাহিল আকরম, ক্বুতবুল্লাহিল আফখম গাউসুল্লাহিল আ’যম মাইজভাণ্ডারী রাদ্বিয়ানহুল্লাহুল বারীর উরসে পাক ৮ মাঘ ২২ জানুয়ারি শুক্রবার ‘সুন্নীয়ত ও মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনের যুগশ্রেষ্ঠ কাণ্ডারী’ গাউসুল ওয়াক্ত হাদীয়ে যমান (রাদ্বি.)’র রওযা শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়। 

এ উপলক্ষে বাদে আসর হতে মাগরিব পর্যন্ত হামদ, নাত ও মনক্ববত মাহফিল, বাদ মাগরিব হতে রাত দশটা পর্যন্ত তাযকিরাহ ও মিলাদ মাহফিল দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরীক্বত হযরতুল আল্লামা মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ জাফর ছাদেক আল আহাদীর সভাপতিত্বে, মাওলানা মুহাম্মদ নুরুল আবছার হারূনীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলােচক ছিলেন হযরতুল আল্লামা শাহযাদা মাওলানা সৈয়্যদ বোরহান উদ্দীন মুহাম্মদ শফিউল বশর । বিশেষ আলোচক ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ মকসুদুর রহমান আল হারূনী।

উপস্থিত ছিলেন শাহযাদা মাওলানা মহিউদ্দিন মুহাম্মদ ছালেহ,শাহযাদা মাওলানা নজুম উদ্দিন মুহাম্মদ শামসুল হুদা, শাহযাদা মাওলানা আযম উদ্দিন মুহাম্মদ রেজাউল করিম, শাহযাদা মাওলানা জমির উদ্দীন মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আবু আলম ছিদ্দিকি, মাওলানা সৈয়দ মুহাম্মদ শরীফ, মাওলানা আবদুল বারী, মাওলানা আবু তাহের মুহাম্মদ শরফ উদ্দিন আল হারূনী, মাওলানা ক্বারী জহির উদ্দিন, মাওলানা আজিজ উল্লাহ সহ বহু ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত আলােচনা সভায় বক্তারা গাউসুল আ’যম মাইজভাণ্ডারী (রাদ্বি.)’র শান-মান-মর্যাদা তুলে ধরে মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনের মৌলিক শিক্ষা ও তাসাওফ এর মুল শিক্ষা চর্চায় বিশেষ গুরুত্বরোপ করে বলেন, মাইজভাণ্ডারী ত্বরীক্বা-দর্শন আল্লাহ পাওয়ার অন্যতম পন্থা। এই ত্বরীক্বার অনুসারীগণ ইন্তেকালের পরও ক্ববরে অক্ষত পাওয়ার অগণন নযীর এ ত্বরীক্বার সত্যতা এবং ইসলামের অন্যতম আক্বীদা মরনোত্তর পুনরুত্থানের বিশ্বাসের অন্যতম সাক্ষী হয়ে আছে। 

মাওলানা নূর হুসাইন হারূনীর সঞ্চালনায় মিলাদ শরীফ শেষে সভাপতির মুনাজাত এর মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়। সারারাত ব্যাপী সামা’আ মাহফিল ও বাদে নামাযে ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *