“মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনে যিকরুল্লাহর গুরুত্ব” শীর্ষক সেমিনার।

গেল ১১ রমদ্বান ২৪ এপ্রিল শনিবার ‘হারুয়ালছড়ি দরবার শরীফে’ মাসিক মাহফিল উপলক্ষে প্রদীপ্ত তারুণ্য উপসংসদের উদ্যোগে “মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনে যিকরুল্লাহর গুরুত্ব” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল এস এম জাফর সাদেক আল আহাদী’র সভাপতিত্বে মাওলানা মকসুদুর রহমান আল হারূনী’র সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা, মিলাদ-কিয়াম-মুনাজাত, যিকর ও সাম‘আ মাহফিল এর মধ্যদিয়ে সু-সম্পন্ন হয়।
এতে ‘মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনে যিকরুল্লাহর গুরুত্ব’ বিষয়ক সারগর্ভ আলোচনা পেশ করেন  সভাপতি আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদী (ম.জি.আ) ও মাইজভাণ্ডারী গীতির অংশ “আঁধার দিলেতে যার হয়েছে উদয়, শবে ক্বদর পাইল আওর পাইল মুক্তি দান” নিরিখে লাইলাতুল কদর বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা নূরুল আবছার ফারূকী (ম.জি.আ)। উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী লিখক ও গবেষক শাহযাদা আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর (ম.জি.আ) সহ দরবারের অন্যান্য শাহযাদাবৃন্দ, আলেম-ওলমা, আশেক-ভক্ত, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *