মাইজভাণ্ডারী নূর নগরী বাবা মাওলা ধন

মাইজভাণ্ডারী নূর নগরী বাবা মাওলা ধন – সম্পূর্ণ লিরিক্স

 

 

মাইজভাণ্ডারী নূর নগরী, বাবা মাওলা ধন,
প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন।
নাম ধইরাছ রহমান দয়ার সীমা নাই,
খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়,
কেবল আমার বেলায় দয়া দানে কেন হও কৃপন।।
কইরে ছিলাম প্রেম পিরিতে সুখ পাওয়ার আশে,
খুইজে পাই না সুখ্যও আজি গেল কোন দেশে,
দুঃখে দুঃখে গেল আমার সারাটা জীবন।।
তোর পিরীতি এত জ্বালা আগে জানিতাম,
মন প্রাণও চরন তলে সইপে না দিতাম,
না করিতাম ভালবাসা পিরীতি কখন।।
তোমারে না ভজে যারা দেখি সর্বদায়,
ধনে জনে সুখী রাখি নিতেছ ত্বরাই,
তোমার আশেক যারা সর্বহারা রইল সর্বক্ষণ।।
বুঝিতে না পারি মাওলা তোমার ছলনা,
কারে হাসাও কারে কাঁদাও আজব বাহানা,
(আবার) মজনু হালে রাখ কারে গহিনও কানন।।
হীনও আমিন ধর্মপুরী এই প্রার্থনা,
পর্দা খুলে দাও রে দেখা বাবা মাওলানা,
তোমায় দেখলে যাবে দূরে সকল জ্বালাতন।।

✍️ রচয়িতা- আমিনুল হক ধর্মপুরী (রহ.)

 

 

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *