অনন্য এক চেতনা নিয়ে রজব এল

‘অনন্য এক চেতনা নিয়ে রজব এল ’
🖋️মুক্তিধারা ডেস্ক
বছরের বারো মাসে চারটি মাস আশহুরে হুরুম বা বিশেষ সম্মানিত। এ চারটির অন্যতম রজব। এ মাসের ২৭ তারিখের রজনীতে আল্লাহর হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র মি’রাজ সংঘটিত হয়েছিল। প্রেমময় প্রভু আর প্রেমাস্পদ নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র মহামিলন; সমস্ত সৃষ্টি হাবীবে খোদা (দ.)’র পদতলে, এমনকি র্আশে আযীমও।
উপমহাদেশের মানুষের কাছে এ মাস আবেগ-অনুরাগের অথৈ সাগর হয়ে আসে। এটি যে, সুলতানুল হিন্দ আত্বায়ে রাসূল গরীব নাওয়ায (রাদ্বি.)’র বিসাল শরীফের মাসও। এ মাসের ৬ তারিখ তিনি আল্লাহর মিলনধামে গমন করেন। দিব্যদৃষ্টিধরেরা তাঁর ললাটে নূরের হরফে লেখিত দেখেছিলেন, ‘হাযা হাবীবুল্লাহ, মাতা ফী হুব্বিল্লাহ’ ইনি আল্লাহর প্রেমাস্পদ, আল্লাহর প্রেমে মৃত্যু বরণ করেছেন। 
এ ধারাবাহিকতায় আমাদের আরো অনুপ্রাণিত করে মুর্শিদে করীম হাদীয়ে যমান (রাদ্বি.)’র বিসাল শরীফ। এ মাসের ১১ তারিখ তিনি (রাদ্বি.) মহামহিম প্রভুর আহবানে নৈকট্যধামে গমন করেন। ১১ এর ১ দু’টিকে পরস্পর গুণ বা ভাগ করলে ফলাফল ১ হয়; এর মানে ফানী ফীল্লাহ আর বাক্বী বিল্লাহর এক অনন্য শান দীপ্য। এ দু’টোকে যোগ করলে ফলাফল ২; এখানে তৃতীয়ের কোন অবস্থান নেই। ‘প্রেমিক-প্রেমাস্পদের মাঝে কি রহস্য? পাপ-পুণ্য লেখক সম্মানিত দুই ফিরিশতারও সে খবর নেই’।
রজব যেন অবস্থার মুখে আহবান করে চলছে, 
‘পাখা ঝাড় ধুলা ঝাড় পরিষ্কার হও একবার,
আর্শের কাঙ্গুরা পরে চড় এবে মাটি ছাড়ি’।
পার্থিব মোহ-মায়ায় ধুলিধূসরিত আদি প্রকৃতিরও নিরন্তর ওই আকুতি। কিন্তু আমাদের সে সময় কোথায় যে, ওই দিকে মনোযোগ দিই। আমরা-তো মত্ত হয়ে ছুটছি ইহজাগতিক আরাম-আয়েশের পিছে। উত্তরোত্তর কলুষিত হয়ে চলছে আমাদের অন্তরাত্মা। আমরা বেমালূম ভুলে বসেছি যে, আমাদেরও দু’টি পাখা আছে, আমরাও উড়তে পারি, এ পাখায় ভর করে প্রভুর মিলনধামে পৌঁছতে পারি। 
আল্লাহ রাব্বুল আলামীনের অনুগ্রহে, রহমতুল্লিল্ আলামীন সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহী ওয়াসাল্লাম’র দয়ায়, গাউসুল আলামীন গাউসুল আ’যম মাইজভাণ্ডারী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু’র কৃপায়, শায়খুল ইসলাম ওয়াল মুসলিমীন গাউসে যমান ফরহাদাবাদী রাদ্বিয়ানহুল্লাহু হাদী’র সদক্বাহ্য় এবং সনদুল আরিফীন হাদীয়ে যমান রাদ্বিয়ানহুল্লাহু বারী’র বরতায় অবারিত ও অবিরত হোক আমাদের যাত্রা।
আমীন। বিহুরমতি সৈয়্যদিল মুরসালীন সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *