হারুয়ালছড়ি দরবার শরীফে হাদীয়ে যমান (রাদ্বি)’র উরস শরীফ সম্পন্ন

মাইজভাণ্ডারী দর্শন

গেল ১১ রজব ৭ মার্চ শনিবার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি দরবার শরীফে আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ এর ব্যবস্থাপনায়  সুন্নীয়ত ও মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনের যুগশ্রেষ্ঠ কাণ্ডারী গাউসুল ওয়াক্ত হাদীয়ে যমান হযরতুল আল্লামা মাওলানা “কাযী সৈয়্যদ হারূনুর রশীদ” রাদ্বিয়ানহুল্লাহুল বারী’র ৯ম বার্ষিক উরসে পাক ব্যপক কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ।

 

এ উপলক্ষে ৬ মার্চ দিনব্যাপী বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৭ মার্চ দিনব্যাপী হামদ-না’ত-মনক্ববত, মিলাদ মাহফিল, প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ সহ রাত ১০টা পর্যন্ত আউলিয়া কামেলীনদের আদর্শ ও মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনালোক আলোচনা মাহফিল শেষে মিলাদ-কিয়াম ও সভাপতির মুনাজাত, তাবারুক বিতরন রাতব্যাপী সামা’আ ও যিকর মাহফিল এবং বাদে নামাযে ফজর বিশেষ মুনাজাতের মাধ্যমে উরস শরীফের কর্মসুচীর সমাপ্তি ঘটে।   

মাইজভাণ্ডারী দর্শন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানাশীন পীরে ত্বরীক্বত মুফতি আল্লামা এস এম জাফর ছাদেক আল আহাদী (ম.) । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ফরিদুল আলম সাহেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন আল হারূনী রিচার্স একাডেমীর চেয়ারম্যান শাহযাদা মাওলানা মুফতি বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর (ম.)। বিশেষ আলোচক ছিলেন  মাওলানা মুহাম্মদ হুসাইন ফারূকী, মাওলানা তৌহিদুল আনোয়ার হারূনী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ক্বারী জহির উদ্দিন প্রমুখ। 

 

উপস্থিত ছিলেন শাহযাদা মাওলানা মহিউদ্দিন মুহাম্মদ ছালেহ,শাহযাদা মাওলানা নজুম উদ্দিন মুহাম্মদ শামসুল হুদা, শাহযাদা মাওলানা আযম উদ্দিন মুহাম্মদ রেজাউল করিম, শাহযাদা মাওলানা জমির উদ্দীন মুহাম্মদ নজরুল ইসলাম,  সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন ফরহাদাবাদী, হাফেয শাহ আলম নঈমী, মাওলানা আবদুল মালেক, মাওলানা আবু আলম ছিদ্দিকি, মাওলানা আবু তাহের মুহাম্মদ শরফ উদ্দিন আল হারূনী, মাওলানা নুরুল আবসার হারুনী, মাওলানা মুুুুজিবুল হক, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শরীফ, মাওলানা নুর হুসাইন হারূনী ,মাওলানা আবদুল বারী মাওলানা মকসুদুর রহমান হারূনী সহ বহু ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাইজভাণ্ডারী দর্শন

 

বক্তাগন সকলের প্রতি সুন্নীর মুখোশে অ-সুন্নীর কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ঈমানকে কলুষিত না করার আহবান জানান।