বিজয় দিবস এলো নূতন প্রেরণা নিয়ে;
অলস নিদ্রা ত্যজে জাগো বাঙালী।
১৬ ডিসেম্বর বিজয় দিবস। অবশ্য এ দিনটি প্রতিটি বাংলাদেশির জন্য হর্ষ আর আনন্দের। কিন্তু এ আনন্দের অন্তরালে লুকিয়ে আছে বিষাদ আর বেদনা। এক সাগর রক্তের বিনিময়ে এসেছে এ বিজয়। মা-বাবা হারানো সন্তানের কান্না, সন্তান হারা বাবা-মার আহাজারি, স্বামী হারা স্ত্রীর হাহাকার, স্ত্রী হারা স্বামীর দীর্ঘশ্বাস, ভাই হারা বোনের কাঁদন, বোন হারা ভাইয়ের বিলাপ, সম্ভ্রম হারানো মা-বোনদের নীরব অশ্রু; বিজয়োন্মত্ত মানুষ সেদিন ক্ষণিকের জন্য সব ভুলেছিল, ভুলতে পারেনি কেবল বন্দি মুজিবুর, তার অনুপস্থিতি সকল আনন্দকে ম্লান করে দিয়েছিল।যাদের আত্মত্যাগে বিজয় এসেছিল মাতৃভূমির, তাদের জানাই শ্রদ্ধা। উত্তরসুরিদের প্রতি থাকল ত্যাগের দীক্ষা নেওয়ার উদাত্ত আহবান।