০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

রবিউল আওয়াল এল

  • মুক্তিধারা
  • Update Time : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ৯৬ Time View

রবিউল আওয়াল এল

✍️ আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর।

খোলে হৃদয়-দ্বার, দেখো হে ঘুমন্ত,
প্রাণের সাড়া চতুর্দিকে, এসেছে নূরী বসন্ত।

দোল-দোল বুলবুল, প্রেম-বিভোরতায়,
ওই দোলিছে বাগিচা, প্রেম-মদ-মত্ততায়।

আনন্দ-গীত গাও, রবিউল আওয়াল এল,
সে গীতি-সদক্বাহ’য়, ত্বরিবে তব দু’কূল।

যত সঞ্চয় তোমার, তুলাদণ্ডে কিঞ্চিদূন,
মীলাদের আনন্দ, খায়রুম মিম্মা ইয়াজমাঊন।

দ্বারে-দ্বারে ভিক্ষার হস্ত, প্রসারিয়ে অকারণ,
হয়ো নাকো অপদস্থ, চেয়ে থেকো অনুক্ষণ।

সাগর সদা তরঙ্গমান, কার্পণ্যহীন দানের,
ভিখারী চেয়ে নাও, যত চাওয়া মনের।

তপন-আলো নিত্য, ধরা করিছে উদ্ভাসিত,
আলো-শত্রু পেঁচা, তবুও আঁধারে নিমজ্জিত।

শুনে পেঁচক বচন, হয়োনা পশ্চাদগতি,
সৌভাগ্য তোমায় ডাকিছে, নিতে আলোর দ্যুতি।

 

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রবিউল আওয়াল এল

Update Time : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১

রবিউল আওয়াল এল

✍️ আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর।

খোলে হৃদয়-দ্বার, দেখো হে ঘুমন্ত,
প্রাণের সাড়া চতুর্দিকে, এসেছে নূরী বসন্ত।

দোল-দোল বুলবুল, প্রেম-বিভোরতায়,
ওই দোলিছে বাগিচা, প্রেম-মদ-মত্ততায়।

আনন্দ-গীত গাও, রবিউল আওয়াল এল,
সে গীতি-সদক্বাহ’য়, ত্বরিবে তব দু’কূল।

যত সঞ্চয় তোমার, তুলাদণ্ডে কিঞ্চিদূন,
মীলাদের আনন্দ, খায়রুম মিম্মা ইয়াজমাঊন।

দ্বারে-দ্বারে ভিক্ষার হস্ত, প্রসারিয়ে অকারণ,
হয়ো নাকো অপদস্থ, চেয়ে থেকো অনুক্ষণ।

সাগর সদা তরঙ্গমান, কার্পণ্যহীন দানের,
ভিখারী চেয়ে নাও, যত চাওয়া মনের।

তপন-আলো নিত্য, ধরা করিছে উদ্ভাসিত,
আলো-শত্রু পেঁচা, তবুও আঁধারে নিমজ্জিত।

শুনে পেঁচক বচন, হয়োনা পশ্চাদগতি,
সৌভাগ্য তোমায় ডাকিছে, নিতে আলোর দ্যুতি।