মুর্শিদের চরণে পদাশ্রয় প্রার্থনা

মুর্শিদের চরণে পদাশ্রয় প্রার্থনা

✍️রচনায়: রুদিত রাহী

ঋত তুমি সর্বময় চক্ষু আমার পেচক প্রায়,
এ প্রিয় দূর করে দে আড়াল যত আঁখিময়।

উচাটন হিয়ার মাঝে উকি দিয়ে সকাল সাঁঝে,
ঊষার আলোয় ভাসিয়ে নে যত আঁধার মনোময়।

ইন্দুমুখ দেখাইয়ে রাঙিয়ে মন প্রেমের রঙে,
ঈমান জ্যোতে করে দে হৃদয় মম জ্যোতির্ময়।

অমর আমায় করে নে আমার আমি করে লয়;
আমারে করিয়ে তোমার খেল বসে হৃদালয়।

হীন রাহী মনোপ্রাণে সদা প্রণত তোর চরণে,
মাওলা তুমি দয়ার গুণে দিও তারে পদাশ্রয়।