মাওলা ধন মাইজভান্ডারী, মক্ববূল সে প্রেম ভিখারী।

প্রাণ থাকিতে তোমা যেতে দিব নারে প্রাণ ।
তব রূপ নিরীক্ষিয়ে জুড়াব নয়ান ।।

এ সংসার ত্যাগিব, ভাবেতে পাগল হব।
প্রেমেতে মজিয়ে রব, ত্যাজি কুল মান ।।

পুষ্পহার পরাইব, প্রেম সাজে সাজাইব ।
প্রেম শয্যা বসাইব, গাইব প্রেম গান ।।

রঙ্গে রঙ্গে মিলাইব, অঙ্গে অঙ্গে মিশাইব।
দুই জন এক হব, মিশি প্রাণে প্রাণ ৷।

মাওলা ধন মাইজভান্ডারী, মক্ববূল সে প্রেম ভিখারী।
বারে কৃপাদৃষ্টি করি, দাও ভিক্ষা দান ।।

✍️ গীতিকার: বাহরুল উলূম আল্লামা আবদুল গণি আচ্ছাফী আল মক্ববূল কাঞ্চনপুরী (রাদ্বি.)

 

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *