আল্লাহ মুহাম্মদ নাম, লুট পড়িছে ভাণ্ডারে। যার কপালে যাহা আছে, তাহা মিলে সেই দ্বারে।

আল্লাহ মুহাম্মদ নাম, লুট পড়িছে ভাণ্ডারে।
যার কপালে যাহা আছে, তাহা মিলে সেই দ্বারে।।

সময় বহি গেলে ধন, না মিলে সাধুগন।
ধন লুটিতে চল যাই, সবে মিলে শীঘ্র করে।।

ধনের কাঙ্গাল যারা, অগ্রে উপস্থিত তারা।
ধন পেয়েছে পেটি ভরা, খুলে পড়ে যায় বাহিরে।।

চল মকবুল কাঙ্গালে, দেখ বিচারি কপালে।
কর সদা তাওয়াক্কুল, নিরঞ্জন কৃপাপরে।।

✍️ রচনায়: আল্লামা আব্দুল গণি আচ্ছাফী আল মকবুল কাঞ্চনপুরী (রাদ্বি.)।