কোন ভাষাতে ডাকলে তোরে শুনতে পাবি বল

কোন ভাষাতে ডাকলে তোরে শুনতে পাবি বল
সকল ভাষার শব্দ সুরে ডাকি হল গলা তল।।

জগৎযামী হয়ে ভবে সদ্যাপি নীরবে রবে,
কার কাছে যাইবে তোমার পাপি তাপি দাসের দল।।

শিরেতে কলঙ্কের ডালি লোকে করে গালাগালি,
আলেমগণে কাফের বলে, সাধারণে কয় পাগল।।

দারুণ বিচ্ছেদের জ্বালা অন্তর হয়েছে কালা,
তনমন জ্বলিয়ে গেল, লাগিয়ে তোমার প্রেমানল।।

দয়াল মাওলা মাইজভান্ডারী তুমি পাপ তাপ হারি
ডাকলে কেন দাওনা সাড়া, হওনা কি ভক্ত বৎসল।।

কহিছে করিম হীনে তোমার পদ ছায়া বিনে,
কোথা আছে দাসগণের মাথা রাখিবার স্থল।।

✍️গীতিকার: আল্লামা বজলুল করিম মন্দাকিনী (রাদ্বি.)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *