হারুয়ালছড়ি দরবার শরীফে উরসে পাকে গাউসুল ওয়াক্ত হাদীয়ে যমান (রাদ্বি.) 

উরসে পাকে গাউসুল ওয়াক্ত হাদীয়ে যমান (রাদ্বি.) 
১১ রজব ২৪ ফেব্রুয়ারি বুধবার হারুয়ালছড়ি দরবার শরীফে আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ এর ব্যবস্থাপনায়  আশেক্বানে হাদীয়ে যমান গাউসুল ওয়াক্ত (রাদ্বি.)’র সর্বাত্মক প্রয়াস প্রচেষ্টায় সুন্নীয়ত ও মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনের যুগশ্রেষ্ঠ কান্ডারী  গাউসুল ওয়াক্ত হাদীয়ে যমান হযরতুল আল্লামা মাওলানা “কাযী সৈয়্যদ হারূনুর রশীদ” রাদ্বিয়ানহুল্লাহুল বারী’র ১০ম বার্ষিক উরসে পাক ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে সমাপন হয়েছে ।
 
এ উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি দিনব্যাপি বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ২৪ ফেব্রুয়ারি দিনব্যাপী হামদ-না’ত-মনক্ববত, মিলাদ মাহফিল, পুরষ্কার  বিতরণ সহ রাত ১১টা পর্যন্ত কোরআন-সুন্নাহ ভিত্তিক আউলিয়ায়ে কামেলীনদের আদর্শ ও মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনালোক আলোচনা মাহফিল শেষে মিলাদ-কিয়াম, মুনাজাত, তাবাররুক বিতরণ, রাতব্যাপী সামা’আ ও যিকর মাহফিল এবং বাদে নামাযে ফজর বিশেষ মুনাজাতের মাধ্যমে উরস শরীফের কর্মসুচীর পরিসমাপ্ত হয়।
 
আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদের সভাপতি পীরে ত্বরিক্বত আল্লামা এস এম জাফর ছাদেক আল আহাদীর সভাপতিত্বে মাওলানা মকসূদুর রহমান হারূনীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ফরিদুল আলম সাহেব৷ এতে তাক্বরীর পেশ করেন মাওলানা ক্বারী মুহাম্মদ জহির উদ্দিন, মাওলানা মনসূরুল আলম রজভী, মাওলানা নূরুন্নবী আল ক্বাদেরী, মাওলানা মহিউদ্দিন আহমদ রেযা খান, মাওলানা আবু ইউসুফ, মাওলানা তৌহিদুল আনোয়ার হারূনী ও আল হারূনী রিচার্স একাডেমির চেয়্যারম্যান বিশিষ্ট লিখক ও গবেষক শাহযাদা  আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর প্রমুখ। 
উপস্থিত ছিলেন শাহযাদা মাওলানা মহিউদ্দিন মুহাম্মদ ছালেহ,শাহযাদা মাওলানা নজুম উদ্দিন মুহাম্মদ শামসুল হুদা, শাহযাদা মাওলানা আযম উদ্দিন মুহাম্মদ রেজাউল করিম, শাহযাদা মাওলানা জমির উদ্দীন মুহাম্মদ নজরুল ইসলাম, পীরে ত্বরিক্বত হাফেয মাওলানা শাহ আলম নঈমী, মাওলানা আবদুল মালেক, মাওলানা আবু আলম ছিদ্দিকি, মাওলানা আবু তাহের মুহাম্মদ শরফ উদ্দিন আল হারূনী, মাওলানা নুরুল আবসার হারুনী, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শরীফ, মাওলানা নুর হুসাইন হারূনী ,মাওলানা আবদুল বারী, মাওলানা নুর মুহাম্মদ, জনাব মুহাম্মদ ইমাম হুসাইন, জনাব সাব্বির হোসেন, মাওলানা পিয়ারুল ইসলাম হারূনী সহ বহু ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 
বক্তাগন সুন্নীয়তের মুখোশে পীর-মুরীদির অন্তরালে চলমান নজদী ওয়াহাবিয়্যাতের আগ্রাসনসহ তাসাওউফ-ত্বরীকার নামে প্রচলিত প্রাণহীন আচার-আনুষ্ঠানিকতার বিপরীত হাদীয়ে যমান (রাদ্বি.)’র আদর্শালোক জীবন গড়ার আহবান জানিয়ে মুখোশাবৃত চেহারাগুলোকেও বেনিকাব করেন। আদি উৎসমূলে প্রত্যাবর্তনের চেতনায় উদ্দীপ্ত হয়ে আল্লাহতে বিলীন ও অলীনের গুরুত্ব মাহাত্ম্য আলোচনা পূর্বক সভাপতি আহাদী বলেন, আমরা আল্লাহর নিকট ছিলাম, আল্লাহর কাছে ফিরতে হবে; পথিমধ্যে মোহমায়ায় আটকা পড়লে চলবেনা। তিনি হাদীয়ে যমান (রাদ্বি.)’র তাকরীর উদ্ধৃত করে আল্লাহর মাঝে ফানা হয়ে বক্বা লাভের দিগদর্শন তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *