উফ্ কি নিদারুণ আঁধার!
✍️ বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর
ক্রমশই বাড়ছে অজ্ঞতা মূর্খতা, হিংসা বিদ্বেষ, ঘৃণা নিন্দা, নির্দয়তা নিষ্ঠুরতা! শুনেছি, দশ দরবেশ এক চাদরে থাকতে পারে, কিন্তু দুই কুকুর একপাতে খেতে পারেনা। শৈশবে দরবেশদের এমন মধুর সম্পর্ক, পারস্পরিক সহৃদয়তা যেমন স্বচক্ষে দেখেছি, তেমনি একটি হাড় নিয়ে দুই কুকুরের কামড়াকামড়িও। খাদ্যের চাহিদা পূরণে কুকুররা এখন এক হয়েছে, অভাব তাদেরকে সমঝোতা করতে শিখিয়েছে। পরন্তু (আবাছা) নির্বিচারে ভূরিভোজ দরবেশদের করে তুলেছে লোভী হিংসুটে। ঐশ্বর্যের পেছনে ছুটতে গিয়ে জ্ঞান বিবেক দিয়েছে বিসর্জন। আত্মম্ভরিতায় আজ তারা অন্ধ।
জানিনা, বাগিচায় কখন পেঁচার রাজ্য প্রতিষ্ঠিত হল, বসন্ত কখন গত হল, অমাবস্যা তিথি কখন এসে পড়েছে, কখন কালো মেঘে ঢাকা পড়েছে সূর্য! উফ্! নিদারুণ আঁধারে ছেয়ে গেছে চতুর্দিক!
ঝগড়াঝাঁটি কামড়াকামড়িতে দরবেশরা? সকলকে পেছনে ফেলে এগিয়ে। তারা লাগামহীন ছুটে চলেছে নিরন্তর। থামার বা থামাবার কোন লক্ষণ নেই। সবাই এক অশুভ প্রতিযোগিতায় মেতেছে। বিভীষিকাময় আঁধারের পানে যেন ছুটছে দুর্বার গতিতে। ন্যূনতম লজ্জা শরম ও বুদ্ধি বিবেচনাও যেন আর বাকি রইল না।
শানে মুস্তাফা আক্রান্ত হওয়ার প্রশ্নে যাদের উত্তর ছিল, আমরা বাহাস ফ্যাসাদে নেই, শানে গাউসুল আ’যম মাইজভাণ্ডারী প্রশ্নে যারা বলতো আমরা বাহাস ফ্যাসাদ করিনা, আজ আনানিয়ত (আত্মম্ভরিতা) প্রশ্নে বিতাণ্ডায় মেতে তারাই শালীনতার সব সীমা পার করছে।
এ পরিস্থতি চলতে থাকলে অনন্তর ঘরের আগুনে ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ছোট বড় সকলের কাছে হাস্যাস্পদ হবো আমরা। এ নির্মম সত্য যত শিগগিরই হৃদয়ংগম হবে, ততই মঙ্গল।
শানে মুস্তাফা (দ.) ও শানে গাউসুল আ’যম মাইজভাণ্ডারী (রাদ্বি.) প্রশ্নে নীরবতা নির্লিপ্ততা হেতু এই পরীক্ষায় নিপতিত হলাম নাতো?