উরসে পাকে হাদীয়ে যমান (রাদ্বি.) উপলক্ষে আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ এর ব্যবস্থাপনায় “মেধা বৃত্তি ২০২৪” এবং “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪” এর নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষককে ফুলেল শুভেচ্ছা।
মহান ৩১ জ্যৈষ্ঠ ১৪ জুন হাদীয়ে যমান গাউসুল ওয়াক্ত আল্লামা কাযী সৈয়্যদ হারুনুর রশীদ (রাদ্বি.)’র সৌরবার্ষিক উরসে পাক উপলক্ষে আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ’র উদ্যোগে ‘মেধা বৃত্তি ২০২৪’ এর অংশ হিসেবে হাদীয়ে যমান (রাদ্বি.) প্রতিষ্ঠিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “ হারুয়ালছড়ি গাউছিয়া রহমানিয়া ছুন্নিয়া মাদ্রাসার” দশম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব মাওলানা ফিরোজ আলম রেজভী “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪” উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক (মাদ্রাসা পর্যায়ে) তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষক জনাব দুলাল মিয়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সম্মাননায় ভূষিত হওয়ায় “আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ” হারুয়ালছড়ি দরবার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ হুসাইন ফারুকী এবং আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ এর নেতৃবৃন্দ।