ঈদে মীলাদুন্নবী (দ.) বিষয়ে ড. আল্লামাহ ইকবালের অভিব্যঞ্জনা
✍️মুক্তিধারা ডেস্ক
‘মুসলমানদের জন্য বৈশিষ্ট্যমণ্ডিত দিনসমূহের অন্যতম মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়াসাল্লাম দিবস। আমার মতে, মেধা-মনন অন্তরাত্মার প্রতিপালন-পরিচর্যার জন্য জরুরি যে, ভক্তি-বিশ্বাসে লালিত উত্তম মডেল সর্বদা দৃষ্টির কেন্দ্রে থাকা। অতএব মুসলমানদের জন্য আবশ্যক যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়াসাল্লামার আদর্শ-চরিত্র দৃষ্টিকেন্দ্রে রাখা; যাতে অনুসরণের অনুপ্রেরণা ও কর্মচাঞ্চল্য অব্যাহত থাকে।
সভা-সেমিনার তামাশা নয় বরং মিল্লাতের বন্ধন দৃঢ়করণ ও উন্নত আর পশ্চাৎপদ ব্যক্তিদের ঐক্যের জন্য অতীব জরুরি। যতক্ষণ না পুরাে জাতি আপন বুযুর্গদের জীবনী শুনে স্বয়ং ওই মহান সত্তাদের উত্তরসূরি হওয়ার গৌরব-গর্ব অন্তরে দৃঢ়মূল করবেনা, ততক্ষণ তাদের দৃঢ়তা ও মনােবল উদ্দীপ্ত হতে পারেনা।
১৯১১ সালে লাহাের ইসলামিয়া কলেজে জলসায়ে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামা অনুষ্ঠিত হয়েছিল । ওই জলসায় বক্তব্যে তিনি এ অভিব্যক্তি ব্যক্ত করেন।
সূত্র: সৈয়্যদ নূর মুহাম্মদ ক্বাদেরী রচিত ‘মীলাদ শরীফ আওর আল্লামাহ ইকবাল’।