স্বমহিমায় দীপ্ত জ্ঞানতপন আল্লামা ফরহাদাবাদী রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু

[গাউসে যমান, মুহসিনে আ’যম আল্লামা সৈয়্যদ আমীনুল হক্ব ফরহাদাবাদী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু (১৮৬৬-১৯৪৪) স্বমহিমায় দীপ্ত এক মহান সত্তা, যার পরিচয়-পরিচিতি বর্ণনার অপেক্ষা রাখেনা।
‘শাওয়াহিদুল ইবত্বা- লা-ত ফী তারদীদি মা-ফী রা-ফি‘ইল ইশকা-লা-ত’ গ্রন্থখানা ফা-দ্বিলই নবীল আ-লিম-ই বেবদীল হানফীয়ুল মাযহাব আহমদীয়ুল মাশরব মওলভী মাওলানা সৈয়্যদ আমীনুল হক্ব ইসলামাবাদী ফরহাদাবাদী বিরচিত। এ অমর ও অমূল্য গ্রন্থ ও মহামান্য গ্রন্থ প্রণেতা সম্পর্কে উক্ত গ্রন্থের ৩২০ পৃষ্ঠায় সন্নিবেশিত পুস্তকের প্রকাশনা সহযোগী মুহাদ্দিস মাওলানা আযীযুর রহমান রচিত ‘দর তাহনিয়াত’ বা ‘মুবারকবাদ জ্ঞাপন’ শীর্ষক গীতির উচ্চারণ ও অনুবাদ উপলক্ষ বিবেচনায় পাঠকদের জ্ঞাতার্থে উপস্থাপনের প্রয়াস পেলাম। আমাদের সীমাবদ্ধতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল। -সম্পাদক]

উচ্চারণ

না-য্ কুন বুলবুল যে শা-দী দর চমন বর শা-খসা-র
হসবে ক্বা-মত গুল শেগুপ্তাহ শুদ বহবা-গে রোযগা-র।
বা-গে আ-লম যাঁ- গুলে রঙ্গী ত্বিরা-যী নূ গেরেফ্ত
বীযে বূয়ে শা-দী ও খুশী বহার গুশাহ বাহা-র।
গর যে রঙ্গে জাঁ- ফযা-য়ে গুল চমন খন্দদ ওয়া লে
খন্দাহ-ই আঁ- দর দিলে চুগদানে দূঁ আফগন্দ খা-র।
ফা-দ্বিলে ফরহা-দাবা-দী চূঁ রক্বম করদ ইঁ কিতাব
মা-নি‘ঈন-ই খায়র রা- দিল শুদ চূঁ লা-লাহ দা-গদা-র।
শা-নে পা-কশ রা-সতূদন নে যরূরে -ইঁ আযীয
ওয়াসফে খোর রা- খোর সরা-য়দ চূ দেহদ জলওয়াহ-ই নাহা-র।
হারকেহ মী দা-রদ দেমা-গে খোশ বনয্দে ঊ যরূর
শা-নে গুল রা-গুল সেতা-য়দ চূঁ ববূয়দ আত্বরদা-র।
ইঁ কিতা-বে মুসতাত্বা-বশ বর কামা-লে ফদ্বলে ঊ
মীদেহদ আয্ খোদ গাওয়া-হী নয্দে হার খুরদ ও কিবা-র।
ফা-দ্বিলে মাওসূফ চূঁ ফা-রেগ শুদ আয্ তা-লীফে আঁ-
করদ ইরসা-লশ বনয্দে ইঁ আযীযে খাকসার।
কয্ পায়ে তাহসীলে আহা-দীস দর দিল্লী কুনূন
মী বদা-রম মসকনত আয্ রহমতে পরওয়ারদিগা-র।
মওলদম মন্দা-গিনী আন্দরে দিয়া-রে চা-টগা-ম
ওয়া-লেদে মন মওলভী মকবূল আহমদ বা-আওক্বা-র।
সরফ করদম জুহ্দে বেগা-য়ত বত্বব্‘ইঁ কিতা-ব
আয্ উম্মীদে আঁ-কেহ ইয়াবম মুজ্দাহ নয্দে কিরদগা-র।
করদ তা ‘ঈদম বত্বব্‘য়শ মৌলভী বযলুল করীম
মসকনশ মন্দা-গিনী হাম ফা-দ্বিলে ওয়ালা তবা-র।
চূঁ মুহল্লা বিত্বত্বাব্‘ই শুদ ইঁ কিতা-ব আয্ ফদ্বলে হক্ব
সুন্নিয়া খোশহা-ল গরদীদন্দ ও নজদী দিলফেগা-র।

পদ্য অনুবাদ

আনন্দে কল্লোল করো বুলবুল, ঝাড়োপরে বাগ-মাঝার;
প্রস্ফুটিত হয়েছে যথাসৌষ্টব ফুল, যুগ-বাগিচায় প্রাণ দেবার।
জগত-উদ্যান সাজল ওই ফুলে, নবরূপে ফের আবার;
হর্ষ-পুলক সুঘ্রাণ ছড়ানো, হরদিকে বাসন্তি বাহার।
যদিও পুষ্পের আনন্দদায়ী রঙে, হাসিল বাগান তবে;
হর্ষ তার হীন পেঁচক অন্তরে, শূল ফুটাল কাঁটার।
ফরহাদাবাদী মহাত্মন করলে রচন, এ পুস্তক অসাধারণ;
মঙ্গল বারকগণের মন হল তখন, গুলে লালা যেন দাগদার।
মহিমা তার প্রয়োজন নেই বর্ণিবার, এ আযীযের কলমে;
রবি মহিমা রবিই ছড়াবে, ঝলক দিলে রাঙা উষার।
রাখে যে কেউ মস্তিষ্ক সুস্থ, তার কাছে অবশ্যই অবশ্য,
পুষ্প মাহত্ম্য পুষ্পই ছড়াবে; যবে দিবে সুগন্ধ তার।
এ অমূল্য রচনা তার, তদীয় মহিমা পূর্ণতার,
নিজ থেকেই দেবে সাক্ষ্য, ছোট-বড় সকলের বরাবর।
প্রশংসিত মহাত্মন যবে অবসর হন, গ্রন্থনাকর্ম করে সমাপন,
পাণ্ডু লিপিখানা করেন প্রেরণ, এ অধম আযীযের বরাবর।
হাদীস জ্ঞান আহরণ কারণ, দিল্লি শহর বিছে তখন,
ছিল মম প্রবাস যাপন, দয়ায় প্রভু পালনকর্তার।
জন্মস্থান মম মন্দাকিনী, চট্টগ্রাম শহর মাঝার,
পিতা মৌলভী মকবূল আহমদ মানী জনে হন শুমার।
অশেষ প্রচেষ্টা করেছি অধীনে, এ পুস্তকের মুদ্রণে,
এ আশায় যে, পাবো সুখবর, প্রভুর কাছে দিবস বিচার।
সাহায্য করেছেন মোরে প্রকাশনায়, মৌলভী বযলুল করীম,
তাঁর নিবাসও মন্দাকিনী মর্যাদাবান সম্ভ্রান্ত পরিবার।
মুদ্রিত হল যখন এ কিতাব, দয়া কৃপায় মহান আল্লাহর
সুন্নি সকল হল আনন্দিত, মর্মাহত নজদী বিষম বেজার।

গদ্য অনুবাদ

বাগানে শাখায় শাখায় সানন্দে মহিমা-কীর্তন করো হে বুলবুল, যুগস্থ বাগানে যথার্থরূপ উৎকৃষ্ট ফুল প্রস্ফুটিত হয়ে গেছে!
জগত-উদ্যান ওই রঙিন ফুলে নবরূপে সাজল; সর্বতঃ আনন্দদায়ক সুঘ্রাণ ছড়ানো বসন্ত নিয়ে এলো!
ফুলের এমন প্রাণসঞ্চারক রঙে বাগান তো হাসবেই; কিন্তু সে হাসিও হীন পেঁচকদের অন্তরে কাঁটা হয়ে বিঁধে!
মহামর্যদশালী মান্যবর ফরহাদাবাদী এ হেন গ্রন্থ রচনা করলে- ভালো-সঠিক পুণ্যকাজে বাধাদানকারীদের অন্তর পচনের দাগযুক্ত জবা ফুলের মতো ম্লান হয়ে গেল।
তাঁর পবিত্র শান মহিমার প্রশংসা তুলে ধরতে এ আযীযের দরকার পড়েনা; সূর্যের মহিমা সূর্যই গায়, যখন দেয় দিনের বিকাশ।
সুস্থ মস্তিষ্ক যে রাখে, তার কাছে অবশ্যই ফুলের শান ফুলই গায়; যখন তা নিজ সুঘ্রাণ বিলায়।
তাঁর এ উৎকৃষ্ট গ্রন্থটি তদীয় মর্যাদা পূর্ণতারই স্বয়ং সাক্ষ্য ছোট বড় সকলের নিকটই দিচ্ছে।
বর্ণিত মহামান্য মহোদয় ওই গ্রন্থ রচনা সমাপন করে অবসৃত হলে এ অধম আযীযের নিকট কপি প্রেরণ করলেন।
এ সময় আমি পালনকর্তার দয়ায় হাদীস জ্ঞান আহরণে দিল্লীতে প্রবাস যাপন করতেছিলাম।
চট্টগ্রামের অন্তর্গত মন্দাকিনী আমার জন্মস্থান; আমার পিতা মৌলভী মকবূল আহমদ মান্য জনেরই অন্তর্ভুক্ত।
এ কিতাব মুদ্রণে আমি সাধ্যমত অশেষ প্রচেষ্টা ব্যয় করেছি, এ আশায় যে, আল্লাহ তা’আলার নৈকট্যের সুসংবাদ পাবো!
তা মুদ্রণে আমাকে মৌলভী বযলুল করীমও সাহায্য করেছেন; তাঁর জন্মস্থানও মন্দাকিনী, যিনি এক সম্ভ্রান্ত বংশীয় মর্যাদাবান ব্যক্তিত্ব।
আল্লাহ তা‘আলার দয়ানুগ্রহে এ কিতাব, মুদ্রণে সজ্জিত হওয়ায় সুন্নি সকল উজ্জীবিত পরিতৃপ্ত আর নজদী দল বিমর্ষ মনমরা।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *