রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রেমের প্রতিদান

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রেমের প্রতিদান

🖋️আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর

محبت کا دعویٰ تو آساں ہیں کرنا ،
ہے مشکل مگر نجم الفت میں مرنا؛
حسین ابن حیدر کے مانند یارو!
محبت میں سر کو کٹاکر تو دکہو-

আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাকে ভালোবাসার বিনিময়ে কি প্রতিদান পাওয়া যায়,তার সংক্ষিপ্ত আলোচনা নিবন্ধের আলোচ্য।

কোনপ্রকার ভূমিকার অবতারণা না করে সরাসরি হাদীসে পাকের উদ্ধৃতির মাধ্যমে অগ্রসরে সচেষ্ট হলাম।
عن عبداللَه بن مغفَل رضي الله عنه قال قال رجل للنبي صلَى الله عليه واله وسلم يا رسول الله والله اني لأُحبَك فقال:اٌنظر ماذا تقول قال والله اني لأُحبَك فقال اٌنظر ماذا تقول قال والله اني لأُحبَك ثلاث مرات فقال ان كنت تحبَني فاعدَ للفقر تجفافا فان الفقر أسرع الى من يحبني من السيل الى منتهاه- رواه التر مذي وابن حبان- وقال ابو عيسى هذا حديث حسن-

মুগাফ্ফল তনয় আব্দুল্লাহ বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাকে বললেন,ইয়া রসূলাল্লাহ! আল্লাহর শপথ,নিশ্চয় আমি আপনাকে ভালোবাসি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ভেবে দেখো !কি বলছো?সে বলল, আল্লাহর শপথ, নিশ্চয় আমি আপনাকে ভালোবাসি। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,ভাবো! কি বলছো? সে তৃতীয় বার বলল, আল্লাহর শপথ আমি আপনাকে ভালোবাসি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,যদি তুমি আমাকে ভালোবাসো, তবে বর্মের মতো দারিদ্র্যের জন্য প্রস্তুত হও। কেননা আমাকে যে ভালোবাসে তার প্রতি দারিদ্র্য প্রান্ত পানে ছুটন্ত প্লাবন তোড় অপেক্ষাও ক্ষিপ্র। হাদীসটি তিরমিযী ও ইবনে হিব্বান বর্ণনা করেছেন,এবং আবূ ঈসা বলেন,এটি হাসান হাদীস।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ইহজাগতিক পুরস্কার সম্পর্কে উক্ত হাদীস শরীফের বর্ণনালোকে আমারা মোটামুটি নিশ্চিত ধারণা লাভ করেছি। এবার পরলৌকিক পুরস্কারের বিষয় নিয়ে আলোচনা করা হবে।

عن انس رضي الله عنه ان رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة، فقال:متى الساعة؟ قال: وماذا أعددت لها؟ قال:لا شيء الا أني أحب الله ورسوله،ةفقال أنت مع من أحببت، قال أنس:فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت، قال أنس فأنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي اياهم وان لم أعمل بمثل أعمالهم،متفق عليه-

হযরত আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্বিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। অতএব তিনি জানতে চাইলেন, ক্বিয়ামত কখন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাল্টা জিজ্ঞাসা করলেন, তবে তুমি তার জন্য কি যোগাড় করেছ?সে বলল, কিছুই না; পরন্তু আমি আল্লাহ্ ও তাঁর রসূলকে ভালোবাসি।(অর্থাৎ আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসা ব্যতীত আর কোন কিছুই আমি ক্বিয়ামতের জন্য প্রস্তুত রাখিনি।) অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি (ক্বিয়ামতের দিন) তার সাথে হবে, যাকে তুমি ভালোবাস। হযরত আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, কোন কিছুই আমাদের (সাহাবীদের) আনন্দিত করেনি,যত আনন্দ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বচন “তুমি তার সাথে হবে, যাকে তুমি ভালোবাস”এ হয়েছে। আনাস রাদ্বিয়াল্লাহু আনহু আরো বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,আবূ বকর ও উমরকে ভালোবাসি;আশা করি, তাঁদের জন্য আমার ভালোবাসা হেতু আমি তাঁদের সঙ্গে হবো; যদিও তাঁদের আমলরূপ আমল না করতে পারি। বুখারী ও মুসলিম।

প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রেমের পরলৌকিক পুরস্কার যাদের কাছে মহানন্দের , তাঁরা ইহলৌকিক পুরস্কারও পরমানন্দে গ্রহণ করেছিলেন। আমরা যারা নবী প্রেমিক তকমা নিজেদের জন্য পছন্দ করি, আমাদেরও তা ভাবতেই হবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *