গেল ৯ ও ১০ নভেম্বর ১১ ও ১২ রবিউল আউয়াল জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল হারুয়ালছড়ি দরবার শরীফে ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়।
এ উপলক্ষে ১১রবিউল আওয়াল রাতব্যাপী না’ত মাহফিল এবং ১২ রবিউল আওয়াল দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরীক্বত হযরতুল আল্লামা মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ জাফর ছাদেক আল আহাদীর সভাপতিত্বে, মাওলানা মুহাম্মদ নুরুল আবছার হারূনীর সঞ্চালনায় আলােচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলােচক ছিলেন হযরতুল আল্লামা শাহযাদা মাওলানা সৈয়্যদ বোরহান উদ্দীন মুহাম্মদ শফিউল বশর (ম.জি.আ)
উপস্থিত ছিলেন শাহযাদা মাওলানা মহিউদ্দিন মুহাম্মদ ছালেহ,শাহযাদা মাওলানা নজুম উদ্দিন মুহাম্মদ শামসুল হুদা, শাহযাদা মাওলানা আযম উদ্দিন মুহাম্মদ রেজাউল করিম, শাহযাদা মাওলানা জমির উদ্দীন মুহাম্মদ নজরুল ইসলাম, জনাব মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা আবু আলম ছিদ্দিকি, মাওলানা কাযী আবু তাহের মুহাম্মদ শরফুদ্দীন, মাওলানা ক্বারী জহির উদ্দিন, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল বারী, মাওলানা মুহাম্মদ নুর হোসাইন হারূনী, মাওলানা মকসুদুর রহমান হারূনী সহ বহু ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ ঈদে মিলাদুন্নবী (দ.)’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক দলিল প্রমাণালোক আলোচনা করেন।