হেলিওনা ঢলিওনা থাকিও সাবধানে

হেলিওনা ঢলিওনা থাকিও সাবধানে,
প্রেমতরণী বাঁধা যার গাউছের চরণে ।

নূহ নবীর কিস্তি যেন, গাউছ ধনের চরন তেন,
তুফানেতে নাহি ভয় পৌঁছাবে ঠিকানে ।

চাহেনা জেহাদের দ্বার নহে রেয়াজতের ভার,
কেবল তৌহিদের দাঁড় দাঁড়িও ছুপানে ।

তাওয়াক্কুলের পাল দিয়ে চরণে তান গুণ টানিয়ে,
পৌঁছিবে প্রেমের ডিঙ্গা মাওলাজির সদনে ।

নামাঙ্গিও স্বর্গ সুখ নাচিন্তিও নরক দুঃখ,
সদা মনে দরশন আশা রাখিও যতনে ।

বিচ্ছেদ মিলন তান দোজখ বেহেস্ত জান,
মুর্শিদ গুপ্তের কর্তা জানিও সন্ধানে ।

কহে দাস হাদী হীন খোদা মুর্শিদ নহে ভিন,
এস্কের দুর্বিন দিয়া দেখিবা নয়নে ।

✍️ গীতিকার: আল্লামা আবদুল হাদী কাঞ্চনপুরী (রাদ্বি.)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *