হারুয়ালছড়ি দরবার শরীফে শাহাদাতে মাওলায়ে কায়িনাত (রাদ্বি.) স্মরণ মাহফিল সম্পন্ন।

গেল ২১ রমাদ্বান ২২ মার্চ শনিবার “মাওলায়ে কায়িনাত শেরে খোদা মুশকিল কোশা মাওলা আলী মরতুদ্বা (রাদ্বি.)’র শাহাদাত দিবস স্মরণে”- হারুয়ালছড়ি দরবার শরীফে; আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ এর ব্যবস্থাপনায়; প্রদীপ্ত তারুণ্য উপসংসদের সার্বিক তত্ত্বাবধানে তাযকিরাহ ও ইফতার মাহফিল সু-সম্পন্ন হয়।

এতে পীরে ত্বরীক্বত আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদী (ম.)’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে তাক্বরীর পেশ করেন পীরে ত্বরীক্বত আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর (ম.) এবং দরবারের শাহযাদা ও ভক্ত অনুরক্ত সহ ইসলামের মুলধারার উপর অটল আহলে বায়ত প্রেমিকদের উপস্থিতিতে জনাব মামুন সিকদার এর সঞ্চালনায় না’ত-মনক্ববত পরিবেশন করেন মাওলানা মকসুদুর রহমান, জনাব হাসান আলী টিপু, জনাব আমিনুল্লাহ তাজেদার, জনাব সাজ্জাদ হুসাইন ফাহিম এবং জনাব আতিকুল্লাহ মুস্তাফী। সর্বশেষ ক্বারী মাওলানা জহির উদ্দিনের পরিবেশনায় মিলাদ-ক্বিয়াম ও সভাপতির বক্তব্য এবং মুনাজাত এর মধ্যদিয়ে মাহফিল সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *