গাউসুল আ’যম মাইজভাণ্ডারী রাদ্বিয়ানহুল্লাহুল বারী’র দরবারে বাহরুল উলুম আল্লামা আব্দুল গনি আচ্ছাফী আল মক্ববূল কাঞ্চনপুরী (রাদ্বি.)’র নিবেদন –
[এক]
শাহে মরদানে খোদা বস গাউসে আ’যম আপহেঁ,
যুমরায়ে মরদানে হক্বমেঁ বস মু‘আযযম আপহেঁ।
আপকা মক্ববুল জূ হে হূ ওহী মক্ববুলে হক্ব,
হক্বকা হে মরদুদ জূ মরদুদো আছেম আপহেঁ।
আউলিয়া জেতনে হেঁ সব হেঁ আপকে যেরে কদম,
আউলিয়াল্লাহ মেঁ আয বস মুর্কারম আপহেঁ।
আউলিয়া মেঁ আপকা ফরমান নাফেয হে সদা,
যুমরায়ে মরদানে হক্ব পর শাহে আহকম আপহেঁ।
আপহেঁ মখদূম কুল আউর আপকা খাদেম হেঁ সব,
কুতবে আফখম নূরে আলম গাউসে আ’যম আপহেঁ।
আউলিয়া সবহেঁ সেতারে আপহেঁ খুরশিদে হক্ব,
বাদশাহে ক্বহরেমাঁ সুলতানে আ’যম আপহেঁ।
খলকো আলম হেঁ ইবারত আপহেঁ মযমুনে কুল,
আদমী সবহেঁ মতন মা’নায়ে আদম আপহেঁ।
জুমলাহ আলম বুলবুলাহহেঁ আপহেঁ বস আসলেয়ম,
জুমলাহ আলম কালবদহেঁ জাঁনে আলম আপহেঁ।
আরযূ হে মিট রহোঁ যেরে ক্বদম চূঁ নকশে পা,
বেদিলে মক্ববূলকা বস শাদিয়ো গম আপহেঁ।
[দুই]
কাব্যিক অনুবাদ
[মাওলানা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর]
[এক]
মর্দে খোদাগণের সম্রাট গাউসে আ’যম আপনি,
আরিফ দলের মাঝে সর্ব সম্মানিত যে আপনি।
তব গৃহীত যে প্রভুর অনুগৃহীত হবে সে,
খোদার কাছে বিতাড়িত যারে তাড়িয়েছেন আপনি।
আউলিয়াগণ সকলই আপনার চরণ গত,
আউলিয়াল্লাহদের মাঝে মর্যাদাবান যে আপনি।
আউলিয়াকুলে জারী আপনারই হুকুম সর্বদা,
প্রভু তত্ত্বজ্ঞানীগণ পরে হুকুমদাতা যে আপনি।
তুমি সেবিত সবের সকলই তব সেবাদাস,
কুতবে আফখম নূরে আলম গাউসে আ’যম আপনি।
আউলিয়াগণ হন তারকা প্রভু তপন যে আপনি,
প্রবল প্রতাপশালী বাদশাহ সুলতানে আ’যম আপনি।
সৃষ্টি জগত রচনা সর্বমূল সার আপনি,
মানব সকলই পাঠ আদম মর্ম যে আপনি।
সকল সৃষ্টি বুদ্বুদ সাগর মূল যে আপনি,
সর্বজগৎ দেহ জগৎ প্রাণ যে আপনি।
কদম তলে পদচিহ্ন হতে অভিলাষ মনে,
আশাহত মকবূলের আনন্দ-বেদনা আপনি।