রহম কর প্রিয় নবী রহমতুল্লিল আলামীন
দোজাহানে কে তরাবে পাপী-তাপী আপনি ভিন।
জানাই মোরা দুঃখ কাকে, কে তরাবে মছিবতে,
মওলা তুমি, ছাহারা তুমি, হে শফীয়ুল মোজ্নবীন।
নূহ নবীর কিস্তি বিছে, নমরুদের আগুন মাঝে,
সকল মছিবতে তুমি, হে ছায়্যেদুল মোরছালীন।
অত্যাচার-আঁধার মাঝে,অবিচার অজ্ঞতার মাঝে,
দেয়না কেহু সেই যে দিশা যেন তোমার রাহে দ্বীন।
কাল স্রোতের ঘোর বিপাকে হুঁশহারা উত্তাল তরঙ্গে,
পার করিও পার কাণ্ডারী রহমতুল্লিল আলামীন।
[ আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদী রচিত ‘চিরবসন্তী বাগ’ হতে ]