মোনাজাত বজনাবে সৈয়্যদে সাদাত সল্লাল্লাহু তাআলা আলায়হি ওয়া আলা আলিহী ওয়াসাল্লামা-আল্লামা ফরহাদাবাদী (কঃ)

গাউসে যমান আল্লামা ফরহাদাবাদী (রাদ্বি.)’র উরসে পাক সম্পন্ন

[আল্লামাহ্ ফরহাদাবাদী (রাদ্বি.) রচিত তুহ্ফাতুল আখইয়ার গ্রন্থের শেষে সন্নিবিষ্ট নবী-ই আকরম (দ.)’র সকাশে ফরিয়াদ প্রার্থনা মূলক একটি গজল যা মােহাম্মদী প্রেস কলিকাতা কর্তৃক ১৩২৯ বাংলায় প্রকাশিত পুস্তকের ২০৭-২০৮ পৃষ্ঠা হতে সংকলিত।]

নালায়ে দিল- সূযাঁ বজনাবে হাবীবে রব্বে দূ জাহাঁ, সৈয়্যদে মুরসালাঁ, সরওয়ারে ‘আলমিয়াঁ, পানায়ে বেবসাঁ, কসে বেকসাঁ, সতে বেসতাঁ, দরমানে বেদরমাঁ, অসীলায়ে বে সরোসামাঁ শফী‘ই আসিয়াঁ রহমতুল্লিল ‘আলামীন সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়াসাল্লামা

অর্থ: দু’জগতের পালণকর্তার প্রেমাষ্পদ, রাসূলকুল সম্রাট, সর্বসৃষ্টির সেরা, আশ্রয়হীনের আশ্রয়, সহায়হীনের সহায়, নির্বলের বল, অনারোগ্যের আরোগ্য, নির্বলম্বনের অবলম্বন, পাপীদের সুপারিশকারী রহমতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়াসাল্লামা’র সকাশে বিদগ্ধ অন্তরের ক্রন্দন-

পানাহ্ আ-ওয়ারদাহ্ আম্ দর আসতানত্ ইয়া রসূলাল্লাহ
ফুগাঁ বরদাসতম দর বারগাহত্ ইয়া রসূলাল্লাহ।

বদারম্ ছর বখাকে যিল্লত আয উম্মীদে বখ্শায়েশ
গুনা হায়ম্ বহ্-বখ্শায়ম আয্ শফা’আত্ ইয়া রসূলাল্লাহ।

ব-উম্মীদে কেহ্ বিনম্ আঁ জমালে হক নুমাঈ তূ
কুশাদাহ্ চশমে দিল দারম ব-রাহত্ ইয়া রসূলাল্লাহ।

যে চশমে মা ব-মানি চন্দ গায়েব আয় শাহে আ’লম
কেহ্ ছূঁ পরওয়ানাহ্ সূযম্ আয্ ফেরাক্বত ইয়া রসূলাল্লাহ।

নদারম্ ত্বাক্বতে দূরী বরআ-মদ্ জাঁ যে মাহ্জূরী
ব-বর আকনূঁ হিজাব আয্ গুল্‘ইযারত্ ইয়া রসূলাল্লাহ।

যে মুদ্দত্ খূশক লব হাস্তম ব-উম্মীদ যুলালে তূ
দিলম্ সয়রাব কুন আকনূঁ যে চাহত ইয়া রসূলাল্লাহ।

খোদায়ত রহমতুল্লিল ‘আলামীন করদত্ দর ‘আলম
ব-কুন রহমত্ কে হাস্তম খাকে পায়ত ইয়া রসূলাল্লাহ।

ব-ফরিয়াদম বরছ আয লুতফে খোদ আয় সৈয়্যদে ‘আলম
যে খওফে উকবা নালম দর জনাবত্ ইয়া রসূলাল্লাহ।

ব-কদমত্ আ-মদম্ তায়েব কবূলে তওবাহ্ আম ব-নুমাঈ
কেহ আব চশমে রিজম আয নদামত ইয়া রসূলাল্লাহ।

শুদম্ আ-ওয়ারাহ্ দশতে দ্বালালত্ রাহ্ নমী দানম্
ব-রাহে হক্ব তা‘আলা কুন হিদায়ত ইয়া রসূলাল্লাহ।

আগর বর নাকছি-ও বে-কছিয়ে মন্ কুনী রহমত
নাহ্ চীযে কম শুওয়দ আয ফদ্বলো জাহত্ ইয়া রসূলাল্লাহ।

ব-ছর বা-রে গুনাহ দারম যে ‘ইসইয়াঁ ছখ্ত না-চারম
বছ আয হদ্দে বয়াঁ দারম জনাবত ইয়া রসূলাল্লাহ।

গর আয শূমে গুনাহে খোদ জাহান্নামরা শুয়ম লায়েক
শফী‘ আ-রম তুরা রোজে কিয়ামত ইয়া রসূলাল্লাহ।

চূঁ হাস্তি যিম্মাহ দারদ হালে মা- পরওয়া নমী- দারম
কেহ্ ব-নুমাঈ বাহরে হালম হিফাযত ইয়া রসূলাল্লাহ।

আযাঁ রহমত কেহ্ মীদারী জনাবাঁ হিফ্জে হালম কুন
কেহ্ ব-নোমোদম ব-তূ খোদরা হাওয়ালত ইয়া রসূলাল্লাহ।

ব-দারম দর গিরিবাঁ নদামত্ ছর যে রুসওয়াঈ
দিগর বারাহ্ মকুন হারগিয ফদ্বাহত্ ইয়া রসূলাল্লাহ।

আগর রা-নী মন্ আঁ খাকম কেহ জায়ে খোদ নমীদারম
আগর খানি বূদ শানে নওয়ালত্ ইয়া রসূলাল্লাহ।

কেহ্ বর হালম কুনদ্ রহমত কেহ্ দরদম রা শিফা বখ্শদ্
ব-দারম দর জিগর দাওয়া-ই শফাইয়ত ইয়া রসূলাল্লাহ।

মোরা দীগর অসীলাহ্ নিস্ত জুয্ শরফে হামী নিসবত
কেহ্ তু মওলা মনম্ আদনা গোলামত্ ইয়া রসূলাল্লাহ।

কবূলম দর গোলামী কুন কেহ আযাদী নমী খাহম্
কেহ্ বর দিল হাস্ত ক্বয়দে ইমতিসালত ইয়া রসূলাল্লাহ।

তওয়াসসুল দর জনাবে তূ ব-জূয়ম্ ইস্তাজিব লিল্লাহ্
ব-শরফে ‘ইযযতো জাহে কমালত ইয়া রসূলাল্লাহ।

আমীনে পুর গুনাহ্ রা দাহ্ পানাহ্ দর আসতাঁ আয্ লুত্ফ
পানয়ে ‘আছিয়াঁ করদাহ্ খোদায়ত্ ইয়া রসূলাল্লাহ।