হারুয়ালছড়ি দরবার শরীফে ২দিন ব্যাপি জশনে জুলূস ঈদে মীলাদুন্নবী ( দ.) উদযাপিত

হারুয়ালছড়ি দরবার শরীফে ২দিন ব্যাপি জশনে জুলূস ঈদে মীলাদুন্নবী ( দ.) উদযাপিত
🖋️মুক্তিধারা ডেস্ক
গেল ১১ ও ১২ রবিউল আওয়াল ১৪৪২ হি. ২৯ ও ৩০ অক্টোবর ২০২০ খ্রি. বৃহস্পতি ও শুক্রবার আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ এর আয়োজন ব্যবস্থাপনায় ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে সুসম্পন্ন হয়।
এ উপলক্ষে মওলুদ শরীফ রাত না’তে রাসূল (দ.) মাহফিল এবং ১২ রবিউল আওয়াল জুলূস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
না’ত মাহফিলে নবীন-প্রবীণ অনেক না’ত শিল্পী নাত পরিবেশন করেন। দরবার প্রাঙ্গণ থেকে সকাল ৮টায় নির্গত শোভাযাত্রা হারুয়ালছড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, শান্তিরহাটে পথসভা পূর্বক দরবারে এসে মীলাদ ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
বিকাল ৩ ঘটিকা হতে রাত ১১টা পর্যন্ত আলোচনা ও মীলাদ মাহফিল এবং সারা রাত ব্যাপি সামা‘আ মাহফিল ও বাদে ফজর মীলাদ-মুনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদের সভাপতি পীরে ত্বরিক্বত আল্লামা এস এম জাফর ছাদেক আল আহাদীর সভাপতিত্বে মাওলানা নূরুল আবছার হারূনীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে তাকরীর করেন আল হারূনী রিচার্স একাডেমির চেয়্যারম্যান বিশিষ্ট লিখক ও গবেষক শাহযাদা  আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর, মাওলানা কারী জহির উদ্দিন, মাওলানা আবূ ইউসুফ ও মাওলানা মকসুদুর রহমান হারূনী।
উপস্থিত ছিলেন শাহযাদা মহিউদ্দিন মুহাম্মদ ছালেহ, শাহযাদা নজুম উদ্দিন মুহাম্মদ শমশুল হুদা, শাহযাদা আজম উদ্দীন মুহাম্মদ রেজাউল করিম, শাহযাদা জমির উদ্দীন মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা ক্বারী আবদুল মালেক, মাওলানা আবূ আলম সিদ্দিকী, মাওলানা শরফুদ্দীন মুহাম্মদ আবূ তাহের, মাওলানা তৌহিদুল আনোয়ার আবদুল হাই সহ বহু ওলমায়ে কেরাম, শিক্ষাবিদ ও  গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ ঈদে মিলাদুন্নবী (দ.) এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে দলীল-প্রমাণালোক আলোচনার সাথে সাথে নবীপ্রেম ও নবীর তা’যীম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইসলামের গৃহ ও বহির্শত্রূ বিষয়ে জাতিকে বিষেশভাবে সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *