নবীজি ও মেরাজ

Maizbhandari
নবীজি হলেন চির অসীম, সসীম হয়ে এলেন এথা,
পথ দেখাতে সসীমেরে মে’রাজেতে গেলেন সেথা।অসীম খোদার নূর হতে এলেন নবীজি এ ধরাতে,
গেলেন তিনি মে’রাজেতে গেলেন অসীম খোদা যেথা।

প্রভু মিলন পথ খোলে দিতে গেলেন নবীজি মে’রাজেতে;
নয়তো খোদা আছেন সদা নবী যেথা প্রভু সেথা।

দেখেন আলী, ইমাম আযম হযরত যায়েদ নবীজির গোলাম,
আরো অলী খোদা দেখেন; না দেখেন কি? নবী সেথা।

দেখেন নবীজি আপনা হতে তবুও গেলেন মে’রাজেতে,
প্রভু মিলন পথ খুলে দিতে মে’রাজের এই সার্থকতা।

নৈরাকার-আকার, অসীম-সসীম, হয়না দেখা মিল না হলে অসীম,
তাই নবীজি চির অসীম, সসীম মানবাকার এথা।

অসীমের সাথে মিলামিল যার, তিনিও অসীম হয়ে অতঃপর,
তিনিই হবেন নবীজির নায়েব, জগত্রাতা মুক্তিদাতা।

আল্লামা এস.এম জাফর ছাদেক আল আহাদী (ম.)