কে যাবে আনন্দপুরে আজি সাধের সম্মিলন

হারিয়ে যাওয়া মাইজভাণ্ডারী গীতির আসর

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।

 

♦️ সম্মানিত দর্শক শ্রোতা! “হারিয়ে যাওয়া মাইজভাণ্ডারী গীতির আসর” ৩য় পর্বে স্বাগতম। আমরা আজ নিয়ে আসছি, কুত্ববুল আক্বতাব বাবাজান ক্বিবলা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু’র খোশরোজ শরীফের দৃশ্যপট বর্ণনায় আল্লামা বজলুল করীম আহমদী রহমতুল্লাহি আলায়হি বিরচিত ‘প্রেমের হেম’ গীতিগ্রন্থের একাদশ গীতি।

গীতিকারের উক্তি, “খোশরোজের পূণ্য তিথি মাওলাধনের জন্ম স্মৃতি, করিমে গাহিল গীতি ভক্তি ভাবের নিদর্শন। আসুন মাদ্রাসায়ে গাউসুল আজমের দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ ওবাইদুল মুস্তফা রিফাতের কন্ঠে গানটি উপভোগ করি।

 

উপস্থাপনা : মুহাম্মদ আবু সালেহ

গায়েন : মুহাম্মদ ওবাইদুল মুস্তফা রিফাত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *