শানে গাউসুল আ’যম শাহানশাহে বাগদাদ (রাদ্বি.)

শানে গাউসুল আ’যম শাহানশাহে বাগদাদ (রাদ্বি.)

 ✍️ সুলতানুল হিন্দ খাজাহ্ গরীব নওয়ায (রাদ্বি.)
[কাব্যানুবাদ: আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদী]

یا غوث معظم نور ہدای مختار نبی مختار خدا
سلطان دو عالم قطب علی حیراں زجلالت ارض و سما
ইয়া গাউসে মুয়াযযম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খােদা
সুলতানে দো আলম কুত্ববে উলা, হায়রাঁ যে জালালত আরদ্বো সামা।
মহান গাউস হে, দিশার আলো, মনোনীত ওহে! নবী ও খোদার।
দু’জগৎ সম্রাট, ক্বুত্বব-মহান, মহত্ত্বে হয়রান যে ধরণী-অম্বর।
در صدق ہمہ صدیق وشی در عدل عدالت چوں عمری
در کان حیاء عثمان منشی مانند علی باجود وسخا
দর সিদকে হামা সিদ্দীকে ওয়াশী, দর আদলে আদালত চূঁ উমরী,
দর কানে হায়া উসমানে মুনশী, মানিন্দ আলী বা-জূদো সখা।
সত্যনিষ্ঠতায় সিদ্দীক্ব নিশান, ইনসাফে যেন ‘ওমর নিশান
লাজুকতায় যে ‘ওসমান নিশান, দান-উদারতায় নিশান আলীর।
در بزم نبی عالی شانی ستار عیوب مریدانی
در ملک ولایت سلطانی اے منبع فضل جود و سخا
দর বযমে নবী আলী শানী, সত্তারে উয়ূবে মুরীদানী
দর মুলকে বেলায়ত সূলতানী, আয় মম্বা-ই ফদ্বলো জূদো সখা।
নবীর দরবারেও তব সমাদর, ক্রুটিও ঢাকেন মুরীদগণের
সম্রাট মহান বিলায়ত রাজের, আকর ওহে দান-উদারতার।
چوں پاے نبی شد تاج سرت تاج ہمہ عالم شد قدمت
اقطاب جہاں در پیش درت افتادہ چو پیش شاہ گدا
চূঁ পায়ে নবী শুদ তাজে সরত, তাজে হামা ‘আলম শুদ ক্বদমত
আক্বতাবে জাহাঁ দর পেশ দরত, উফতাদাহ চূ পেশে শাহে গদা ।
নবী-চরণ যেমন শিরতাজ আপনার, তব চরণ তাজ জগত সবার;
জগত ক্বুত্ববগণ দ্বারে আপনার, ভিখারী হেন দ্বারে বাদশাহ্’র।
گر داد مسیح بمردہ رواں دادی تو بدین محمد جاں
ہمہ عالم محی الدین گویاں بر حسن و جمالت گشتہ فدا
গরদাদে মসীহ ব-মুরদা রওয়াঁ, দাদী তু বদ্বীনে মুহাম্মদ জাঁ
হামা ‘আলম মুহীউদ্দীঁ গুয়াঁ, বর হুসনো জামালত গশত ফিদা।
যদিও মসীহ্ মৃতে দিলেন প্রাণ, আপনি জাগালেন দ্বীনে নবীর প্রাণ!
মুহীউদ্দীন বলে সর্বজগৎ তাই তব সৌন্দর্যের ভক্ত হয় বিভোর।
در شرع بغایت پرکاری چالاک چو جعفر طیاری
در عرش معلے سیاری اے واقف راز او ادنای
দর শরহে বগায়ত পুরকারী, চা-লাক চূ জা’ফর তইয়্যারী
দর আরশে মুয়া‘আল্লাহ সয়্যারী, আয় ওয়াক্বিফে রা-যে আও আদনা।
শরী’য়তের পূর্ণ-জ্ঞানবান, তত্ত্বজ্ঞানে জা’ফর ত্বইয়ার যেন
‘আরশে মুয়া‘আল্লায় ভ্রমমাণ, রহস্যজ্ঞানী প্রভুর নৈকট্যতরের।
از بس کہ قتیل نفس خودم بیمار خجالت مند دلم
شرمندہ سیاہ رو منفعلم از فیض تو دارم چشم دوا
আয বস্ কে ক্বতীলে নফসে খুদম, বিমারে খজালত মন্দ দিলম
শরমিন্দা সিয়া রাে মন ফা‘আলম, আয লুতফে তূ দারম চশমে দাওয়া।
নিজ দুরাত্মায় পড়েছি মরা, রুগ্ন অন্তর যে লজ্জার সারা
লজ্জায় কালোমুখ উপায় হারা, তব দান-কল্যাণে মহৌষধ আমার।
معین کہ غلام نام تو شد دریوزہ گر اکرام تو شد
شد خواجہ ازاں کہ غلام تو شد دارد طلب تسلیم و رضا
মুঈন কে গােলামে নামে তাে শুদ, দরয়ূযা গর ইকরামে তাে শুদ
শুদ খাজা আয আঁ কে গােলামে তূ শুদ , দারদ তলবে তসলীমো রিদ্বা।
মু’ঈন হই আপনার গোলাম হীন, ভিক্ষা চাহিয়া দয়ার দান,
খাজাহ্ হলাম তাতে গোলাম অধীন, খুঁজি সন্তুষ্টি-স্বীকৃতি আক্বার। 

ভিডিও লিংক: 

👉 ইয়া গাউসে মুয়াযযম নূরে হুদা 

👉 মহান গাউস হে দিশার আলো

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *