প্রেম খড়্গে প্রাণে বধে,
প্রাণনাথ রইলে কোথা?
তুমি বিনে এই ভুবনে,
জনম জীবন সবই বৃথা।
রক্ত অশ্রু বহে নয়নে,
হিয়া দহে বিচ্ছেদাগুনে,
প্রিয়া প্রিয়া রবে সদা,
ঘুরছি ফিরছি যথাতথা!
বসন ভূষণ সবই গেল,
স্বাদের যৌবন গত হল,
সাধন ভজন না হইল,
বাড়িল কেবল বিরহব্যথা!
প্রাণপ্রিয়া মাওলানা ধন,
হৃদে এবে করে আসন,
ধন্য কর রাহীর জীবন,
প্রাণে প্রাণে কইব কথা।
✍️ গীতিকার: রুদিত রাহী