রহমতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর ধরাধামে শুভাগমনের স্মৃতি বিজড়িত দিবস মহান ১২ই রবিউল আওয়াল ২০ অক্টোবর ২০২১ বুধবার আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের উদ্যোগে হারুয়ালছড়ি দরবার শরীফে ব্যাপক কর্মসূচির মাধ্যমে জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উদযাপিত হয়।
মাওলূদ রজনী রাত ব্যাপি না’তে রাসূল, সকাল ৮ টায় দরবার প্রাঙ্গণ থেকে জুলূস বের হয়ে হারুয়ালছড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণান্তে হাদীয়ে যমান রাদ্বিয়াল্লাহু আনহুর রওযাহ ময়দানে মীলাদ মুনাজাত এর মাধ্যমে দুপুর ১ ঘটিকায় শেষ হয়।
এতে মুনাজাত পরিচালনা করেন হারুয়ালছড়ি দরবার শরীফের সেজ শাহযাদা আলহাজ্ব মাওলানা নজমুদ্দীন মুহাম্মদ সামশুল হুদা।
বাদে আসর থেকে নুরুল হুদা মুহাম্মদ ইব্রাহীম রিফাত এর সঞ্চালনায় মাওলানা মকসুদুর রহমান হারুনীর কুরআনে করীম থেকে তিলাওয়াত, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন ফাহিমের না’তে মুস্তাফা ও মুহাম্মদ খলিলুর রহমানের মনক্ববত দর শানে গাউসুল আ’যম মাইজভাণ্ডারী পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা মাহফিল শুরু হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা নুরুল আবসার হারুনী, মাওলানা সৈয়দ মুহাম্মদ শরীফ, মাওলানা কারী জহির উদ্দীন।
প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, আল্লামা মুফতি বোরহান উদ্দীন মুহাম্মদ শফিউল বশর।
মাহফিলের সভাপতি আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদীর সমাপনী বক্তব্য ও মুনাজতের মাধ্যমে রাত ১১ টায় আলোচনা মাহফিল শেষ হয়। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মাষ্টার মুহাম্মদ ফরিদুল আলম, শাহযাদা মুহি উদ্দীন মুহাম্মদ ছালেহ, শাহযাদা আজম উদ্দীন মুহাম্মদ রেজাউল করীম,শাহযাদা জমির উদ্দীন