আল্লামা বোরহান উদ্দীন মুহাম্মদ শফিউল বশর
আস্সালাম আয় আমীনে আমানতে সুবহান,
আস্সালাম আয় মা’দিনে ইলমো ইরফান।
আস্সালাম আয় ইয়াদে মবসূত্বাহ রা নিশান,
আস্সালাম আয় নূরে যাতে যূল মিনান।
আস্সালাম আয় আসরারে খালিক্বে দূ জাহান,
আস্সালাম আয় লুম’আহ-ই হক্ব দর যমান।
আস্সালাম আয় হক্ববয়াঁ বহার হালো আন,
আস্সালাম আয় ক্বলমে তূ ওয়ালক্বলমি শান।
আস্সালাম আয় ফরহতে দিলে গমযাদাঁ,
আস্সালাম আয় রাহতে ক্বুলূবে খওফযাদাঁ।
আস্সালাম আয় হাদীয়ে হক্ব বেলা শকো গুমাঁ,
আস্সালাম আয় আনীসে আরওয়াহে সালিকাঁ।
আস্সালাম আয় দরে তূ মলজায়ে বেবসাঁ,
আস্সালাম আয় আসতানত পানাহে বেকসাঁ।
আস্সালাম আয় বাবে ইলমে আহমদে আলীশাঁ,
আস্সালাম আয় আহমদী মশরব রা তরজুমাঁ।
আস্সালাম আয় দীদে তূ দীদে ইয়াযদাঁ
আস্সালাম আয় ইয়াদে তূ ইয়াদে শাহে মুরসালাঁ।
আদনা সগে নাপাক বর দরে তূ নালাঁ,
এক নযর কুন আয তোফায়লে হাদীয়ে যমাঁ।